আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1200

রিসালাত

প্রকাশকাল: 13 মে 2009

প্রশ্ন

আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুজুর আমার প্রশ্নটা হলোঃ- (১) আমি একটা বাড়ীতে টিউশনি করি। আমি যে বাচ্চাকে পড়াই তাকে নামাজ পড়ানো শেখাতে প্রথমে- আমি তাকে বললাম জায়নামাজের বিছানা ফেলানোর সময় ইন্নি ওয়াযাহাতু অজিহা লিল্লাযি ফাতারাহ সামাহ ওয়াতিওয়াল আরদা হানিফা মিনাল মুশরিকিন বলতে কিন্তু এই কথাটি তার মা জানতে পেরে, আমাকে বলল, আপনি আমার বাচ্চাকে এসব শিখাবেন না। কারণ রসূল (সঃ) এসব করেনি। তিনি বললেন, নামাজের নিয়ত মুখে বলতে নেই এটা মনে মনে বলতে হয়, আর সূরা কিরাত ও আল্লাহুআকবর, সামিয়াল্লা হুলিমান হামিদা এগুলো মুখে বলতে হয়। হুজুর সঠিক কি সহি হাদিস ও দলিল দ্বারা আমাকে জানাকে খুশি হব। (২) আর তিনি বললেন বেতর নামাজ এর দ্বিতীয় বৈঠকের সময় তাশাহুদ না পড়ার জন্য। এটা আমার জানা ছিল না। সহি হাদিস ও কুরআন দ্বারা আমাকে জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।জায়নামাজের বিছানা ফেলানোর সময় ইন্নি ওয়াযাহাতু অজিহা লিল্লাযি ফাতারাহ সামাহ ওয়াতিওয়াল আরদা হানিফা মিনাল মুশরিকিন বলতে হয় মর্মে কোন হাদীস নেই। নিয়ত মনের বিষয় মুখের বিষয় নয়। রাসূলুল্লাহ সা. ্এবং সাহাবীদের থেকে পাওয়া যায় না যে, তারা আমাদের মত নাওয়াতু… বলে নিয়ত করেছে। তাসবীহগুলো মুখে বলতে হয়ে। ২। বিতর নামাযের দ্বিতীয় বৈঠকে তাশাহুদু পড়তে হবে। সকল সালাতের প্রতিটি বৈঠকে তাশাহুদু পড়তে হবে। হাদীসে আছে, فَإِذَا جَلَسَ أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَقُلِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا ، وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ রাসূলুল্লাহ সা. বলেছেন, যখন তোমাদের কেউ সালাতের মধ্যে বসবে সে যেন বলে, আত্তাহিয়্যাতু… ( তাশাহুদু শেষ পর্যন্ত । সহীহ বুখারী. হাদীস নং ৬২৩০। উক্ত হাদীসে ব্যাপকভাবে সকল বৈঠকে তাশাুহুদু পড়তে বলা হয়েছে। এখন যদি কেউ বলে বিতর সালাতে পড়তে হবে না তার জন্য আলাদা দলীল প্রয়োজন, এমন কোন দলীল আছে বলে আমার জানা নেই। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন।