আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1199

নামায

প্রকাশকাল: 12 মে 2009

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম
রাহেবেলায়েত বইয়ের বিভিন্ন বিষয়ের দোয়াগুলো (নামাজের দোয়া না) তাহাজ্জুত এবং অন্যান্য নফল নামাজের সাজদাহতে পাঠ করতে বেশি উৎসাহিত করা হয়েছে। এখন আমি যদি তাহাজ্জুতে উঠতে না পারি সে ক্ষেত্রে নফল নামাজ ছাড়াও ফরজ নামাজের আগে পরে যে সুন্নত নামাজ পড়া হয় এবং বেতেরের নামাজের সাজদাহ ও শেষ বৈঠকে কি দোয়া গুলো পাঠ করা যাবে?
আল্লাহ আপনাদের এই সেবার উত্তম প্রতিদান দান করুন, আমীন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনি সকল নফল-সুন্নাত সালাতে উক্ত দুআগুলো পাঠ করতে পারবেন।