আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1194

হালাল হারাম

প্রকাশকাল: 7 মে 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ্। আমার গত প্রশ্নগুলোর উত্তর পেয়েছি। ভাই আমি বলেছিলাম আমি একটা কম্পিউটারের দুকানে কর্মচারী হিসেবে কাজ করি। যেইখানে বিভিন্ন ব্যাংক এ আবেদন করা হয়। আপনি বলেছিলেন, আপনি কম্পিউটারে যে কাজ করছেন তা সরাসরি অপরাধ নয় তবে অপরাধে কিছুটা হলেও সহযোগিতা। ভাই, এইখানে কাজ করার পাশাপাশি অন্য কাজের সন্ধানে চেষ্টা করছি। তবে বর্তমানে যেহেতু এখনো এই দুকানে আছি, তাই আমি কোন ব্যাংক এর আবেদন আর এখন করি না। দুকানের অন্যরা করে। আমি বাদ দিয়েছি। তবে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আবেদন করি। যেহেতু, কলেজের পাশেই দুকান। স্কুল, কলেজে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের ছবি জমা দিতে হয়। এখন তাদের এই প্রয়োজনের স্বার্থে, তাদের ১টা ছবি স্ক্যান করে পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ছবি প্রিন্ট করে দেই। যাকে ছবি থেকে ছবি প্রিন্ট করে দেওয়া বলা হয়। এইটা কি আমি করতে পারবো? যেহেতু, এখানে প্রয়োজনের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এইটাও কি অপরাধ বলে গণ্য হবে !!
যাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জাতীয় এবং আন্তর্যাতিক বিভিন্ন কাজের জন্য বর্তমানে ছবির প্রয়োজন হয়। এই ধরনের প্রয়োজনে ছবি তোলা বা প্রিন্ট দেয়া না জায়েজ নয়। আপনি এটা করতে পারেন।