আমি জানি কছর নামাজের বিধান কিন্তু আমি বুঝতে পারছি না একটা বিষয় সেটা হল
আমি যে কোম্পানিতে চাকরি করে সেটার কাজ প্রায় জায়গাতে ৭/১২ দিন মানে ১৫ দিনের কম একেক সময় একেক জায়গায় যেতে হয় কিন্তু বাড়িতে যাওয়া হয় না মানে বাড়িতে ১/২ মাস পরপর যাওয়া হয়॥ তাহলে আমি যেখানে অবস্থান করতেছি সেখানে কি কছর নামাজ আদায় করতে হবে কি না? স্থান পরিবর্তন হলেও সেটা ৪৮ মাইলের বেশী হয়। যেমন ধরেন, বাড়ি সিরাজগঞ্জ আসলাম ঢাকা ২ দিন থাকলাম তারপর সিলেট ১ দিন পর আবার সুনামগঞ্জ ৫ দিন পর আবার সিলেট ॥ সঠিক উত্তরটা বলবেন প্লিজ।