আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1188

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 মে 2009

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, ইসলাম ধর্মের রীতি অনুযায়ী যদি হিন্দু মেয়ে ও মুসলিম ছেলের বিয়ে দেয়া হয় তবে সেই বিয়ে কি বৈধ হবে? তাদের স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক কি হালাল হবে? তাদের যদি কোন সন্তান হয় তবে সেই সন্তান কি বৈধ হবে নাকি অবৈধ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, হিন্দু মেয়ে এবং মুসলিম ছেলের মাঝে কিংবা হিন্দু ছেলে এবং মুসলিম মেয়ের মাঝে বিয়ে জায়েজ হবে না হারাম। কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ তোমরা কোন মুশরিক মেয়েকে বিয়ে করো না, যতক্ষন না তারা ইমান আনে….. এবং তোমরা কোন মুসলিম মেয়েকে মুশরিকদের সাথে বিয়ে দিয়ো না…। সূরা বাকারা, আয়াত নং ২২১।