আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1167

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 10 এপ্রিল 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ১. ডঃ মুফতি মোহাম্মাদ ইমাম হোসাইন – উনি কি আস-সুন্নাহ ট্রাস্টের সঙে জড়িত বা স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহঃ) এর ছাত্র ছিলেন? উনার ইলম সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ২. ওজু করার পর যদি লজ্জাস্থানে চোখ যায়, বা সালাতের মাঝে লজ্জাস্থানে হাত লাগে তাহলে ওজু বা সালাত কি ভঙ্গ হবে, এই সম্পর্কে বিজ্ঞ আলেমগন কি বলেছেন?
আসসালামু আলাইকুম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর রহমতে ভাল আছি। আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুন। ডঃ মুফতি মোহাম্মাদ ইমাম হোসাইন আস-সুন্নাহ ট্রাস্টের সাথে জড়িত নন। এবং তার সম্পর্কে আমাদের কোন কিছু জানা নেই। ২। ওজু করার পর লজ্জাস্থানে চোখ গেলে ওযু ভেঙ্গে যায় না। আর লজ্জাস্থানে কোন আবরণ ছাড়া হাত লাগলে ইমাম শাফী রহ. বলেছেন ওযু ভেঙ্গে যাবে। অন্যা্ন্য আলেমদের অভিমত হচ্ছে, ওযু ভাঙ্গে না। নামাযের মধ্যে এবং বাইরে লজ্জাস্থানে হাত লাগার হুকুম এক।