আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1165

অর্থনৈতিক

প্রকাশকাল: 8 এপ্রিল 2009

প্রশ্ন

আমি যদি আয়কর না প্রদান করি তবে কি আমি আল্লাহ তায়ালার দরবারে গুনাহগার হবো?অথবা সুদের টাকা দিয়ে যদি আমি আয়কর প্রদান করি তবে কি আমি পাপী হবো? উল্লেখ্য, আমি আল্লাহ তায়ালার খুশির জন্য যাকাত প্রদান করে থাকি।

উত্তর

রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি অর্থের প্রয়োজন হয় তাহলে সরকার সেটা জনগণের কাছে থেকে নিতে পারে। সুতারাং আয়কর না দিলে আপনার গুনাহ হবে, কঠিন গুনাহ হবে। সুদের টাকা আপনার নিজের টাকা নয়। তাই সুদের টাকা দিয়ে আয়কর দেয়া যাবে না। আল্লাহ তায়ালার খুশির জন্য যাকাত দেন, ভাল কথা, সাথে সাথে সুদের লেনদেনও বর্জন করতে হবে। আল্লাহ আমাদের তাওফিক দিন।