আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1152

বিবিধ

প্রকাশকাল: 26 মার্চ 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আমার প্রশ্নগুলো হল,১. কেউ যদি জন্মবার্ষিকি/মৃত্যুবার্ষিকি/বিবাহবার্ষিকি উপলক্ষে দাউয়াত দেয়, সেই দাউয়াতে যাওয়া যাবে কি? আর এইসব পালন করা ইসলামের দৃষ্টিকোণে কেমন?
২. সুদখুর/ঘুষখুর অর্থাৎ হারাম রিযিকে লিপ্ত ব্যাক্তির দেয়া কোন উপহার বা তার দেয়া দাউয়াতে যাওয়া যাবে কি?
৩. ৩য় প্রশ্নটাও পারস্পরিক, আমার মামারা হিন্দু ধর্মাবলম্বীর অনুসারী। আমি তাদেরকে দাওয়াত দেয়ার জন্য ডঃ জাকির নায়েক স্যার-এর লেকচারগুলো দেয়ার নিয়ত করেছি। উনাদের জন্য আপনাদের কাছে দুয়া প্রার্থী। আমার মামা যদি কোন পোষাক উপহার দেয় তা পড়া যাবে কি?
আল্লাহ্ আপনাদের উত্তম প্রতিদান দান করুন ভাই। আসসালামু আলাইকুম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ। জন্মবার্ষিকী বা মৃত্যু বার্ষিকী পালন করা্ ইসলাম অনুমোদন করে না। রাসূলুল্লাহ সা. বা সাহাবীরা রা. কেউ কখনো কারো জন্ম বা মৃত্যুর্বার্ষিকী পালন করেন নি। সুতরাং এই উপলক্ষে আয়োজত অনুষ্ঠান বর্জন করতে হবে। ২। না, সুদখোর, ঘুশথোরের কোন উপহার নেয়া যাবে না এবং তার বাড়িতে খাওয়া যাবে না। স্যার রহ. বহুবার একথা বলেছেন। ৩। আপনি বৃহত্তর স্বার্থে তাদের উপহার নিতে পারেন। তাছড়া টাকা হালাল হলে বিধর্মীদের দেয়া শুকনা খাবার এবং উপহার নেয়া জায়েজ। ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ আপনাকে কবুল করুন, ভাল রাখুন।