আসসালামু আলাইকুম। । ধরুন আমি ১জন ব্যবসায়ী। । ১টা পন্য আমার ১০টাকা কেনা আছে। সেটা আমি সরবোচ্চ কত টাকা লাভে বিক্রয় করতে পারব?
আমি যদি সেটা ২০টাকা বিক্রি করি সেটা কতটুকু শরিয়ত সম্মত হবে?
উত্তর
ওয়াআলাইকুমুস সালাম। ইসলাম পন্যের লাভের অংকটা নির্ধারণ করে দেয় নি। এটি নির্ভর করে স্থান, কালের উপর। কারো উপর জুলুম না হয়ে যায় এর প্রতি খেয়াল রাখতে হবে।