আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1146

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 মার্চ 2009

প্রশ্ন

চাকরী পেতে কি কি আমল করতে হবে? যদি জানাতেন তাহলে খুব উপকৃত হতাম

উত্তর

চাকরীর জন্য এবং যে কোন প্রয়োজনের জন্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া কুরআনের এই দআটিও বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং হাদীসের এই দুআটি দুই সাজদার মাঝে এবং অন্যান্য সময় পাঠ করুন। اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى