আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1139

যিকির দুআ আমল

প্রকাশকাল: 13 মার্চ 2009

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, ১. সূরা ইয়াসিন মা/বাবার কবরের পশে ৪১ দিন তেলোয়াত করলে কবরের আজাব মাফ হয়, এটা কি সহি হাদিস? যদি সহি হয় তাহলে মেয়েরা এই আমল কিভাবে করবে? মেয়েরা তো ৪১ দিন একটানা তেলোয়াত করতে পারবে না যদি মুখস্ত না থাকে। আর কবরের পাশেই তেলোয়াত করতে হবে নাকি ঘরে বসেও করলে হবে?
২. স্যার এর সকল ওয়াজ -মাহফিল,প্রশ্নোত্তর/ সকল প্রোগ্রাম এর ভিডিও / অডিও এর সিডি / ডিভিডি কি পাওয়া যাবে? যদি পাওয়া যায় তাহলে কিভাবে সংগ্রহ করতে পারি? জাজাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রথম প্রশ্নের (৪১বার সূরা ফাতিহা পড়লে মা-বাবা কবরের আযাব মাফ হয় বলে কোন সহীহ কিংবা যয়ীফ হাদীস বর্ণিত হয় নি। এটা একটি জাল-বানোয়াট কথা। তবে কুরআন পাঠসহ আপনার অন্যান্য যে কোন নেক আমলের সওয়াবের একটি অংশ পিতা-মাতা পাবে বলে সহীহ হাদীসে উল্লেখ আছে। স্যার এর সকল ওয়াজ -মাহফিল, প্রশ্নোত্তর / সকল প্রোগ্রাম এর ভিডিও / অডিও এর সিডি / ডিভিডি সংগ্রহ করতে ঝিনাইদহে আস-সুন্নাহ ট্রাস্টের অফিসে যোগাযোগ করুন। ইউটিউবেও অনেক কিছু পাবেন।