আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1134

অর্থনৈতিক

প্রকাশকাল: 8 মার্চ 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম
Ami ekjon italy probasi ;prai choto bela thekei ami italy thaki
Ami kicu din jaboth hijab pori kintu muk kula rakhi ami kono makeup kori na,
Ami dr. Khandakar abdullah sir er ekti boktobbe sune chi eta kora jabe
Kintu ami aro koi ekjonke jighes korechi tara amake bolche eta guna hobe karon muk holo sundorjer prodan ongcho.
Ekhon ami bujte parchi na ki kora amar jonno valo hobe doia kore ki iktu bujie bole diben plz.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা এটা জানতে পেরে খুশী যে, আপনি পর্দা করা শুরু করেছেন। আমরা দুআ করি আল্লাহ আপনাকে দীনের পথে অবিচল রাখুন। মুখ খুলে রাখার বিষয়ে আলেমগণ কিছুটা মতভেদ করেছেন। অনেক আলেম বলেছেন মুখ খুলে রাখা জায়েজ আছে। আবার অনেকেই না জায়েজ বলেছেন। তবে ঢেকে রাখা যে উত্তম এবং অধিক সতর্কতা এই বিষয়ে সবাই একমত। তাই আপনার জন্য উচিৎ হলো বিতর্কের মধ্যে না থেকে উ্ত্তমটির উপর আমল করা অর্থাৎ মুখ ঢেকে রাখা। মুখই যেহেতু সৌন্দর্য প্রকাশের প্রধান মাধ্যম সুতরাং এই ফিৎন-ফাসাদের যুগে মুথ ঢেকে রাখা যে ভাল তা বলার অপেক্ষা রাখে না।