আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1125

যিকির দুআ আমল

প্রকাশকাল: 27 ফেব্রু. 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার জানার বিষয়গুলো হচ্ছে,
১. একটা লিফলেটে দেখলাম লিখা আছে যে, রাসূলে আকরাম (সাঃ) ইরশাদ করেছেন, যে বেক্তি জুমুআর দিনে আছরের নামজের পর নিজ জায়গা হতে উঠার পূর্বে এই দুরুদ শরীফ ৮০ বার পাঠ করবে তার আমল নামায় ৮০ বছর ইবাদতের সাওয়াব লেখা হয় এবং ৮০ বছরের গুনাহ মাফ করে দেয়া হয়। (তাবরানী, হাবীবিশ শফী পৃ: ২৮৪) আল্লা-হুম্মা ছল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়ালা আলিহী ওয়া সাল্লিম তাসলিমা। এইটা কি সহীহ আমলযোগ্য জানাবেন?
২. মহিলাদের সালাত পড়ার সময় পায়ের টাকনুর নিচের অংশগুলো ও কুনুই থেকে কব্জী পর্যন্ত অংশগুলো খুলা থাকলে বা দেখা গেলে সালাত হবে কি? আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহু খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। ১। উক্ত দরুদ এবং উক্ত দরুদের ফজিলত সম্পর্কে সহীহ বা যয়ীফ কোন হাদীসই বর্ণিত নেই। যা বলা হয় সবই বানোয়াট জাল কথা। তবে জুমুআর দিনের দুআ কবুল হওয়ার বিষয়টি সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। ২। শুধু কব্জী খোলা রাখতে পারে, কুনুই থেকে নয় এবং টাখনুসহ কাপড় পরতে হবে। টাকনু ঢাকা থাকার পরে আরো নিচের অংশ তথা পায়ের পাতা খোলা রাখতে পারবে। অর্থাৎ তাদের সতর হলো পুরো শরীর, হাতের কব্জী ও মুখ ছাড়া। পায়ের পাতা খোলা রাখাতে সমস্যা নেই।