আসসালামু আলাইকুম, ভাই সায়খ নাসীরুদ্দিন আলবানী সম্পর্কে কিছু কথা পড়লাম, উক্ত ব্যাপারটা মিথ্যা হলে বিস্তারিত যুক্তি ও দলিল সহ জানাবেন দয়াকরে, তাহলে খুবই উপকার হবে আমার। *** নাসীরুদ্দিন আলবানী ইমাম বোখারী (রহঃ) সম্পর্কে মন্তব্য করেছেন যে ইমাম বুখারি নাকি একজন অমুসলিম। ইমাম বোখারী (রহঃ) বোখারী শরীফের কিতাবুত তাফসীর এ সূরা কাসাস এর ৮৮ নং আয়াতের যে ব্যাখ্যা করেছেন, সে সম্পর্কে নাসীরুদ্দিন আলবানী লিখেছে,
এ ধরণের ব্যাখ্যা কোন মুমিন- মুসলমান দিতে পারে না। তিনি বলেন, এ ধরণের ব্যাখ্যা মূলতঃ কুফরী মতবাদ তাতীলের অন্তর্ভূক্ত। [ফাতাওয়াশ শায়েখ আলবানী, পৃষ্ঠা-৫২৩, মাকতাবাতুত তুরাছিল ইসলামী, প্রথম প্রকাশ ১৯৯৪ খ্রি.]
তিনি নাকি এরকম আরও অনেক বিতর্কিত মন্তব্য করেছেন বিভিন্ন সহিহ আলেম গনের ব্যাপারে। এই ব্যাপারটা আমাকে বিভ্রান্তিতে ফেলেছে । অপেক্ষায় থাকলাম আপনার উত্তরের । নামঃ রানা খান, ঠিকানাঃ ১১০/৩ দক্ষিন বাড্ডা, ঢাকা।