আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1084

নামায

প্রকাশকাল: 17 জানু. 2009

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম,অনেক সময় বাসে দূর যাত্রায় নামাযের সময় বিরিতি না দিলে বাসের মধ্যেই সীটে বসে ইশারায় নামায আদায় করে ফেলি! এতে কি কোন সমস্যা আছে নাকি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দূরের যাত্রার সময় বাস মাঝে বিরতি দেয়। চেষ্টা করবেন তখন নামায পড়ার জন্য। এছড়া যুহরের সালাতে শেষ ওয়াক্তে বা প্রথম ওয়াক্তে পড়তে পারেন। মাগরিবও শেষ ওয়াক্তে ইশার আগে পড়তে পারেন। কোন ভাবেই যদি বাসের ভিতরে ছাড়া নামায আদায় সম্ভব না হয়। তাহলে যতটা সম্ভবি ক্বিবলামুখি হয়ে সাজদা দিয়ে নামায আদায়ের চেষ্টা করবেন। ইশারা ছাড়া অন্য কোন উপায় যদি না থাকে তাহলে ইশারায় করতে পারবেন। তবে এমন মনে হয় হয় না।