আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1078

হালাল হারাম

প্রকাশকাল: 11 জানু. 2009

প্রশ্ন

ফাতাওয়া বিভাগঃ জামি আ রহমানিয়া আরাবিয়া, সাতমসজিদ, মুহাম্মদপুর, ঢাকা-১২০৭ ইনারা লিখছেন …
কোন প্রাণির ভিডিও করা, সংরক্ষণ করা এবং দেখা সবই নাজায়েজ ও গুনাহের কাজ । শরয়ী প্রয়োজোন ছাড়া ইসলামি আলোচনা, মাহফিল ইত্যাদির ভিডিও করা সংরক্ষণ করা, দেখা সবই নাজায়েজ চাই তা যত বড় দীনী কাজই হোক না কেন। দয়া করে বুঝিয়ে বলবেন ।

উত্তর

আমরা মনে করি ইসলামী আলোচনা বা মাহফিলের ভিডিওতে কোন সমস্যা নেই। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব একাধিক আলোচনায় বলেছেন, ভিডিও চিত্র যদি ভাল বিষয়ে হয় তাহলে সেটা জায়েজ বলেই তিনি মনে করেন। অন্যান্য অনেক নির্ভরযোগ্য আলেমও এই মত পোষন করেন। আর যেহেতু এগুলো তারা লিখেছে সুতরাং ব্যাখ্যা তাদের কাছেই চাওয়া উচিৎ।