আস সালামু আলাইকুম। ১. আমি পূর্বে ইমামের পিছনে জামাতে সালাত আদায় করার সময় সিররী / যেহেরী কোন নামাজেই সুরা ফাতেহা পরতাম না। কিন্তু স্যার এর একটা আলোচনা শুনার পর থেকে জোহর এবং আসর এর সালাতের প্রতি রাকাতেই সুরা ফাতেহা পাঠ করি। এবং মাগরিব ও এশার সালাতের পরের ১ এবং ২ রাকাতে ফাতেহা পাঠ করি। অধিকাংশ সময় আমি সুরা ফাতেহা পুরো-পুরি পাঠ করতে পারি না, তার আগেই ইমাম সাহেব রুকুতে চলে যান, যার দরুন ওই অবস্থায় আমি ও রুকুতে চলে যাই। বিশেষ করে পরের ২ রাকাতে এটা হয়ে থাকে। আপনাদের কাছে প্রশ্ন হল উক্ত কারনে আমার নামাজের কোন ক্ষতি হচ্ছে কি না?
২. আমার ২য় প্রশ্ন হল আমি যতটুকু জানি কোরআন পাঠ আউজুবিল্লাহ দিয়ে শুরু করতে হয়। এখন প্রশ্ন হল, আমি জোহরের সালাতের ২য় রাকাতে এসে শরীক হলে সুরা ফাতেহা পাঠের আগে কি আউজুবিল্লাহ দিয়ে শুরু করব, নাকি বিস্মিল্লাহহির রাহমানির রাহিম বলে শুরু করলেই হবে?
আশা করি উত্তর গুলো জানাবেন। জাজাকাল্লাহু খইর।