আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1065

প্রকাশকাল: 29 ডিসে. 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আস সুন্নাহ ট্রাস্ট এইরকম প্রশ্ন উত্তর এর সুযোগ করে দেওয়ায় অনেক কিছু জানা সম্ভব হয়। আল্লাহ্ আপনাদের এই দাওয়াত কে কবুল করুন। জাযাকাল্লাহ ……আমি অধ্যাপক মুহাম্মদ নূরুল ইসলাম স্যার এর যেভাবে নামায পড়তেন রাসূলুল্লাহ (ﷺ) বইটিতে একটা লেখা পড়েছি। বইটি পরিমার্জনে উপাধ্যক্ষ হাফেয মাহমুদুল হাসান আল মাদানী, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া মজুমদার, ড. মুহাম্মদ সাইফুল্লাহ, মুহাদ্দিষ শাহ মুহাম্মাদ ওয়ালী উল্লাহ স্যার রাও রয়েছেন। **** কথাটি হলঃ- রাসুল (সাঃ) রাফলইয়াদাইন করতেন মর্মে ৩৩ টির মত সহিহ হাদিস রয়েছে। ইমাম বুখারি রাফলইয়াদাইন এর পক্ষে সহিহ ও দইফ মিলিয়ে মোট ১৯৮ টি হাদিস জমা করেছেন। অপরদিকে রাফলইয়াদাইন না করার পক্ষেও দলিল রয়েছে। সেটি সাহাবি ইবনে মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত। তবে এর সংখ্যা মাত্র ১ টি। আর দুর্বল হাদিস ও সহিহ আছার মিলিয়ে এর পক্ষে আরো ৪/৫ টা বর্ণনা পাওয়া যায়। সার-সংক্ষেপ হল, রাফলইয়াদাইনের পক্ষের হাদিস সংখ্যা অনেক বেশি, এগুলোর শুদ্ধতা ও সাউয়াবও অনেক বেশি। ইমাম আবু হানিফা (রহ.) বলেছেন, হাদিস সহিহ হলে এটাই আমারি মাজহাব। অতএব হানাফি হলেও এমন একটা সুন্নাত আমলের মধ্যে মাজহাবের কোন সমস্যা নেই। রাফলইয়াদাইন এর মাসাআলাটি সর্বসম্মতক্রমে সুন্নাত। আর এ মাসাআলাটি নিয়ে পরস্পর বিভক্ত হয়ে যাওয়া গুনাহের কাজ। সুতরাং, এ ব্যাপারে কেউ যেন কারো উপর খড়গহস্ত না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত। (ভাই এই কথাটা কি সঠিক জানাবেন ইমাম ইবনুল কাইয়িম (র.) বলেছেন, রাসুল (সাঃ) আজীবন রাফলইয়াদাইন করেছেন (যাদুল মাআদ)। বিষয়টি নিয়ে একে অপরকে কটাক্ষ না করি। বিশেষ করে আমরা যারা দীর্ঘদিন যাবত রাফলইয়াদাইনে অভ্যস্ত নই তারাও মনে দ্বিধা-সংকোচ না রেখে রাসুল (সাঃ) এর সুন্নাত অনুসরণকে সর্বাধিক গুরুত্ব দেই । বর্তমানে এইসব অনেক আলেমগন রাফলইয়াদাইন এর ব্যাপারে প্রচুর গুরুত্ব দিচ্ছেন। এই সম্পর্কে ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কি বলেছেন? এখন সকল আলেম, হাদিস, স্থান ও ওপরের সব কিছু বিবেচনা করে স্যার একজন মুসলিমকে কি করতে বলেছেন? সব সময় সব জাইগাতেই কি রাফলইয়াদাইন করবে? **** নূরুল ইসলাম স্যার এর বইটিতে বিতর সম্পর্কে এইও বলেছেন যে, রুকুর আগে, দুয়া কুনুত পড়ার শুরুতে তাকবিরে তাহরিমার মত পুনরায় দু হাত উঠানো অর্থাৎ রাফলইয়াদাইন করা এবং সে সময় আল্লহু আকবার বলে তাকবির দেউয়ার পক্ষে কোন সহিহ হাদিস খুজে পাউয়া যায় না। কাজেই এইটা করা অনুচিত। ভাই আপনাদের উত্তরের অপেক্ষায় রলাম….. ভালো ভালো আলেমরা বলে সঠিক আবার ভালো ভালো আলেমরাই বলে বেঠিক। ভাই শয়তানের বিরাট ওয়াস ওয়াসায় আছি। আল্লাহ এ থেকে আপনাদের ও আমাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, এটা একটি পুরানো বিতর্ক, এই বিষয়ে আমরা আর জল ঘোলা করতে চাই না। আপনি যাই করুন হাদীস অনুযায়ী হলে আপনার সালাত সুন্নাহ অনুযায়ী হবে। স্যার রহ.এই আলোচন দুটি দেখলে আপনার কাছে বিষয়টি আরো স্পষ্ট হবে। আমি ইউটিউবের ঠিকানা দিয়ে দিলাম। https://goo.gl/cSHjlR“””