আসসালামু আলাইকুম। আমি ফজরের সময় বাসা থেকে সুন্নত পড়ে মসজিদে গিয়ে দেখলাম এখনো ফরজ নামাজ শুরু হতে কিছু দেরী হবে। তখন কি তাহিয়াতুল মসজিদের দুই রাকাত সুন্নত পড়তে পারবো নাকি বসে থাকব?অনেকে বলে ফজরের ফরজ ও সুন্নতের মাঝে কোন নামাজ নাই।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে ফজরের সুন্নাতের পর নামায পড়তে নিষেধ করা হয়েছে, আবার অন্য হাদীসে মসজিদে এসে নামায পড়তে বলা হয়েছে। এই কারণে বিষয়টি ইজতিহাদী হয়ে গেছে। সাহবীদের মধ্যেও এই বিষয়টিতে দুটি মত ছিল। পড়বে ্এবং পড়বে না। আপনি যে কোন একটির উপর আমল করতে পারেন।