আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1032

লেনদেন

প্রকাশকাল: 26 নভে. 2008

প্রশ্ন

মুহতারাম আসসালামু আলাইকুম। প্রশ্ন: আমি কোন এক সময় Business করার জণ্ণে আমার এক নিকট আত্ত্বিয়ার কাছ থেকে সুদে কিছু টাকা নিয়ে Business করি শুরু থেকেই আমি জানতাম এটা গুনাহের কাজ এবং সব সময় আমি তওবা করতাম এবং আর কখনো এধরনের পাপ করবো না বলে মনস্থির করি তার পরেও একই পাপ বারবার হয়ে যায় আল্লাহ মাফ করুন। এখন প্রশ্ন হলো যখন কারো কাছ থেকে শুদে টাকা নেই তখন তার সাথে আমার একটি চুক্তি হয়। এখন আমি যদি তাকে সুদের টাকা না দিয়ে শুধু আসল টাকা ফেরত দেই এবং সে যদি সুদের টাকার দাবি না ছারেন তাহলে আমার কি করনীয়। দয়া করে রেফারেন্সসহ জানাবেন। মা-আসসালাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি জেনে-শুনে গুনাহতে লিপ্ত হয়েছেন। সুদের উপর টাকা নিয়েছেন। এখান আমরা আপনাকে কী বলব? দেখেন, সে যদি সুদ ছাড়া টাকা নিতে রাজী হয় তাহলে তো ভাল, আর নিতে রাজী না হলে দ্রুত সুদসহ টাকা পরিষোধ করেন, এছাড়া আর কী করার আছে। তবে সুদ-দেয়া নেয়া গুনাহ,সুতরাং আপনাকে গুনাহের ভাগ নিতেই হবে। আপনি আল্লাহর কাছে তাওবা করুন, ক্ষমা প্রার্থনা করতে থাকুন,যেন তিনি আপনাকে ক্ষমা করে দেন। আমরাও এই দুআ করি।