আসসালামু আলাইকুম, আমাদের গ্রামে গরু বর্গা দেয়ার নিম্মক্ত পদ্ধতিটি চালু আছে। একজন ব্যক্তি ২০,০০০ টাকায় একটি গরু ক্রয় করে সেই গরুটি অন্য আরেকজনের নিকট বর্গা দেয়। আর শর্ত থাকে এমন… বর্গা নেয়া ব্যক্তি গরুটি লালন পালন করবে আর কিছু সময় পর গরুটি বিক্রি করলে, বিক্রি কৃত টাকা থেকে গরুর আসল মালিকের ২০,০০০ টাকা বাদ দিয়ে বাকি টাকা ২ জন সমান করে ভাগ করে নিবে। আপনার কাছে প্রশ্ন হল, এই ভাবে কি গরু বর্গা দেয়া শরীয়ত সম্মত কিনা? আশা করি উত্তর টি জানাবেন?
আর জায়েজ হলে তো ভাল, জায়েজ না হলে শরীয়তের উত্তম বেবস্থা টাও জানালে উপকৃত হব।