আপনার যদি সামর্থ থাকে তাহলে অবশ্যই আপনি বিয়ে করবেন। মুমিনে উচিৎ রাসূলুল্লাহ সা. এর সুন্নাতের অনুসরণ করা, জায়েজ খুঁজে বোড়ানো নয়। এক ব্যক্তি যিনি বিয়ে না করে বেশী বেশী ইবাদত করতে চাইলেন, এই কথা শুনে রাসূলুল্লাহ সা. বললেন, وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي. অর্থ: আমি মহিলাদেরকে বিয়ে করেছি,সুতরাং যে ব্যক্তি আমার সুন্নাতকে উপক্ষা করবে সে আমার দলভূক্ত নয়। সহীহ বুখারী, হাদীস নং ৫০৬৩। অন্য হাদীসে রাসূলুল্লাহ সা. বলেন,: النِّكَاحُ مِنْ سُنَّتِي ، فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي, فَلَيْسَ مِنِّي ، وَتَزَوَّجُوا ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الأُمَمَ ، وَمَنْ كَانَ ذَا طَوْلٍ فَلْيَنْكِحْ ، وَمَنْ لَمْ يَجِدْ فَعَلَيْهِ بِالصِّيَامِ ، فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ. বিয়ে আমার সুন্নাত, যে আমার সুন্নাত অনুযায়ী আমল করে না সে আমার দলভূক্ত নয়। তোমরা বিয়ে করো, কেননা আমি বেশী সংখক উম্মতের কারণে গর্ব করবো। যার সামর্থসু থাকে সে যেন বিয়ে করে, আর যার সামর্থ নেই সে যেন রোজা রাখে। সুনানু তিরমিযী, হাদীস নং ১৮৪৬। হাদসটিকে শায়খ আলবানী হাসান বলেছেন। সুতরাং সবার জন্য ফরজ নয় এই অজুহাতে বিয়ে থেকে দূরে থাকা ঠিক হবে না।