আব্দুল্লাহ জাহাঙ্গীর আস-সুন্নাহ মাসজিদ কমপ্লেক্স
এটি একটি সদাকায়ে যারিয়ামূলক প্রকল্প, যার সাওয়াব মৃত্যুর পরও আমলনামায় যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। এই কমপ্লেক্স একটি আদর্শ মাসজিদ এবং যুগের চাহিদা পূরণে বিভিন্ন সেবা ও জনকল্যাণমূলক প্রকল্প পরিচালনার সেন্টার হবে। ইনশাআল্লাহ।
যা থাকছে এই মাসজিদ কমপ্লেক্সে:
- মাসজিদভিত্তিক শিশু ও বয়স্কদের শিক্ষার ব্যবস্থা।
- মাসজিদে সপ্তাহব্যাপী বিভিন্ন দরস।
- সমৃদ্ধ পাঠাগার। মাসজিদে যারা আসেন, তাদের প্রত্যেকের ইলমের পিপাসা নিবারণের ব্যবস্থা থাকবে। সেজন্য মাসজিদে একটি সমৃদ্ধ পাঠাগার গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তা`আলা আমাদের সকলকে মাসজিদভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তোলার মহান কাজে সহযোগিতা করার তাওফিক দান করুন।