আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6634

প্রকাশকাল: 4 জানু. 2024

প্রশ্ন

শায়েখ আমার একটি প্রশ্ন? দুপুরের সময় গোসল করলে কি নামাজের জন্য আবার পুনরায় ওজু  করতে হবে না কি।

উত্তর

গোসল যদি এমন ভাবে করেণ যে, ওযুর ফরজগুলো সব আদায় হয়ে যায় তাহলে ঐ গোসল দিয়ে নামায পড়া যাবে, নতুন ওযু করার প্রয়োজন নেই।