আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6632

প্রকাশকাল: 4 জানু. 2024

প্রশ্ন

আমার ভাই  একজন দোকানদার বিভিন্ন জিনিস বিক্রি করে, কয়েক বছর ধরে সিগরেট জর্দা বিক্রি করছে, বেশি লাভ হচ্ছে তাই,  তার দোকানের ৬০ % উপারজন অইগুলা থেকেই আসে । আমার ফেমেলি আর  আমি অনেক বুজিয়েছি বাট সে  সিগরেট বেচা বন্ধ করছে না… এই অবস্থআয় আমরা কিছু আর বলতেও পারছিনা কেনো না সে আমাদের খরচ দেয় আমার আব্বু ও অনেক অসুস্থ থাকে তাই তার ওষুধ এর এক্তা ব্যবস্থাও আছে … আমার প্রশ্ন হল তার টাকা  দিয়েই আমরা খাওয়া দাওয়া করি তাহলে আমাদের কি হারাম এর দায় ভার উঠাতে হবে ? আমরা ত নিরুপায় হয়ে তার টাকায় খাওয়া দাওয়া করছি । আল্লাহ ত বলেছেন যে শরীরে হারাম থাকে তাদের জন্য  জান্নাত হারাম আবার দোয়াও কবুল হয়না তাহলে কি করব আমরা? আমি অনেক দোয়া চাই এই হারাম থেকে বাচার জন্য তাহলে সেটাও কি পুরন হবে না?

উত্তর

আপনর যদি উপার্জন করার বয়স হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যান তাহলে নিজে উপার্জন করে নিজের ভরনপোষণ করবেন, পিতা-মাতার দেখাশোনা করবেন। আর যদি আপনি অল্পবয়স্ক হন, উপার্জন করার মত সক্ষমতা না থাকে তাহলে বড় ভাইয়ের সাথে থাকবেন। আপনার কোন গুনাহ হবে না।  পিতা-মাতা যদি উপার্জনক্ষম না হন তাহলে বড় ভাইয়ের উপার্জনে চলতে পারবেন।