আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7035

গুনাহ

প্রকাশকাল: 24 আগস্ট 2024

প্রশ্ন

আস-সালমু আলাইকুম, আমি একজন ছাত্র। আমার প্রশ্ন হলো আমি যখন একা থাকি তখন আমার মনের মধ্যে বিভিন্ন রকম কুচিন্তা ঘুরাঘুরি করে। বিভিন্ন পাপ কাজের ইচ্ছা জাগে। আমি কি এমন করলে এগুলা থেকে মুক্তি পেতে পারি। আলহামদুলিল্লাহ আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি জামাতে। শুনেছি নামাজ পড়লে এমন সব কিছু থেকে মুক্তি পাওয়া যায়। কী করতে পারি আমি?

উত্তর

একাকী থাকলে যেহেতু সমস্যা তাই একাকী না থাকার চেষ্টা করবেন। যখন একাকী থাকবেন কুরআন তেলাওয়াত করবেন, বই পড়বেন, ইসলামী আলোচনা শুনবেন।