আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6639

প্রকাশকাল: 8 জানু. 2024

প্রশ্ন

আমি ইতালিতে ১ টা কোরিয়ান রেষ্টুরেন্টে এ কাজ করি। এখানে বেশিরভাগ শুওরের মাংশ রান্না করা হয়। বেশিরভাগ সময় আমাদের সেগুলো ধরা লাগে হাতে তেল লাগে। আমি কি সাবান দিয়ে হাত ধুয়ে ফেললে কোনো সমস্যা হবে? আর আমি কাজ করে যে টাকা পাই সেটা হালাল হবে?

উত্তর

প্রথম কথা হলো হারাম জিনিসের ব্যবসার সাথে কোন ধরণের স্পৃক্ত থাকা যাবে না। এখানে কোন মুসলিমের কোন কাজ করা জায়েজ নেই।  সুতরাং যত দ্রুত সম্ভব অন্য কোন হালাল কাজ খুঁজে বের করুন, হালাল কাজ করুন। হারাম কোন বস্তু শরীরে লাগলে ভাল করে পানি দিয়ে ধুয়ে ফেললে পবিত্র হয়ে যায়। সাবান ব্যবহারে কোন সমস্যা নেই, পরিচ্ছন্নতার জন্য সাবান ব্যবহার অধিক উপযোগী।