আমার দুইটি প্রশ্ন।
১. মৃত ব্যাক্তিকে গোসল দেওয়ার পর কি নিজে ( যিনি লাশ গোসল দিয়েছেন) গোসল করতে হবে।
২. আমার স্টুডেন্ট লাইফে একটা রোজা ভেঙেছিলাম। (তখন আমি ইসলাম চর্চাতে উদাসিনী ছিলাম। এখন চেষ্টা করি ইসলাম চর্চা করার। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করেন।)
আমি এই রোজার কাপ্পারা কিভাবে করবো। শুনেছি টানা ৬০ টা রোজা রাখতে হবে। আমি পারব ইংশাআল্লাহ্ কিন্তু রোজার মাঝে যদি পিরিয়ড হয় তাহলে কি আমার কাফফারা আদায় হবে না?