আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6317

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 মে 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশ ব্যাংক এর প্রাইজবন্ড ইসলামী শরিয়া মতে জায়েজ আছে কিনা জানতে চাই? 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রাইজবন্ড সম্পূর্ণ হারাম, সুদী কারবার। সরকার প্রাইজবন্ড ছাড়ে। যা যে কোনো ব্যাংক থেকে ভাঙ্গানো যায়। একটা নির্ধারিত মেয়াদের পর লটারীর মাধ্যমে ড্র করা হয়। এরপর বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটাই রিবা নাসিয়্যাহ বা সুদ। প্রাইজবন্ড ক্রয়ের মাধ্যমে ব্যাংককে ঋণ প্রদান করা হচ্ছে। আর ব্যাংক প্রাইজ বা পুরস্কার দেয়ার নামে ক্রেতাকে সুদ দিচ্ছে।