আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6218

জায়েয

প্রকাশকাল: 7 ফেব্রু. 2023

প্রশ্ন

সালাম। আমার এক জোড়া কাপড়ের মোজা আছে যেগুলো মোটা। পায়ের চামড়া দেখা যায় না। পানি সম্ভবত প্রবেশ করে না। কিন্তু আমি যখন তাদের উপর মাসাহ করি আমার কাছে মনে হয় যে আমি পানির শীতলতা/আদ্রতা কিছুটা অনুভব করি। এখন আমি কি এই মোজা গুলির উপর মাসাহ করতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না , পানির আদ্রতা অনুভব হলে সে মুজার উপর মাসেহ করা যাবে না। পানি প্রবেশ করবে না, এমন মোটা মোজার উপর মাসেহ করবেন।