As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6011

গুনাহ

প্রকাশকাল: 15 জুলাই 2022

প্রশ্ন

আমি কুয়েটে পড়তাম। যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন আমি সম্ভবত দুইবার নিজের হলে না খেয়ে অন্য হলে খেয়েছিলাম। অন্য হলে খেলে ঐ সময়ে ২০ টাকা দিয়ে দিতে হত। কিন্তু আমি টাকা দেই নাই। মূলত এই ডাইনিং এর খাবার, হলে থাকা ছাত্রদের টাকায় ব্যবস্থা করা হয়। মাঝে মাঝে আমার মনে বিষয়টা বিধে। সম্ভবত ২০১৬ সালে এমনটা করেছিলাম। এখন আমি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি। পথটা দেখিয়ে দিলে উপকৃত হতাম।

উত্তর

এখন তো যাদের টাকা তাদের ক্ষতি পূরণের কোন ব্যবস্থা নেই। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।