আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5855

মসজিদ

প্রকাশকাল: 9 ফেব্রু. 2022

প্রশ্ন

ব্যাক্তিগত যায়গায় (ব্যাক্তিগত মার্কেট) ওয়াক্তিয়া নামাযের যায়গা করে নিয়মিত নামাজে জামায়াত করা যাবে কি? পরবর্তিতে ওই যায়গায় দোকান বা ফ্লাট নির্মাণ করা যাবে কি?

উত্তর

জ্বী, যাবে। পরবর্তীতে সেখানে দোকান বা অন্য কোন স্থাপনা করতে সমস্যা নেই। মসজিদের জন্য জায়গা ওয়াক্ফ (দান) করে দিলে সেই জায়গা মসজিদের জন্য হয়ে যায়, তখন সেখানে দোকান বা ফ্লাট নির্মান করা যায় না।