আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5790

বিবাহ-তালাক

প্রকাশকাল: 6 ডিসে. 2021

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার বাচ্চার বয়স ৩ দিন, বাচ্চার জন্মের সময় বাচ্চার মা ইন্তেকাল করেছেন, এখন বাচ্চাকে চাইলে আমার মা / বাচ্চার দাদিমা কি বুকের দুধ খাওয়াতে পারবে? এই সম্পর্কে ইসলামের বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, প্রয়োজনে দাদী শিশুটিকে দুধ খাওয়াতে পারবেন। দাদী শিশুটির দুধ মা হবে এবং দুধ সম্পর্কের যে হুকুম আহকাম আছে সেগুলো এখানে প্রযোজ্য হবে। যেমন, এই শিশু তার কোন চাচাতো বোনকে বিবাহ করতে পারবে না। কারণ সমস্ত চাচা তার দুধ ভাই হিসেবে গণ্য। আর দুধ ভাইয়ের মেয়েকে বিবাহ করা জায়েজ নেই।