আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5696

বিবিধ

প্রকাশকাল: 3 সেপ্টে. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ, আমি চাকুরী সুবাদে কক্সবাজার থাকি, যে এলাকায় থাকি মেক্সিমাম বৌদ্ধ। সমস্যা হলো যিনি রান্না করেন করে দেন তিনি প্রচুর পরিমানে অপচয় করেন এবং তিনি বৌদ্ধ র্ধমের অনুসারী। অনেক দিন ধরে খাবার এর বরকত পাচ্ছি না, কেননা ওনি গুছিয়ে করে রান্না করতে পারে না, খাবার অপচয় হয়, আমারা বুঝিয়ে দিয়েও ঠিক করতে পারছি না। ৬ জন একসাথে থাকি। প্রতিমাসে খাবারের বিল প্রায় ২০-২২ হাজার টাকা ওঠে তারপরও রান্নার জিনিসের অভাব লেগেই থাকে,কোন ভাবেই তাকে বুঝিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না। যেহেতু অফিস থেকে তাকে নিয়োগ দেওয়া, তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে পারছি না। প্রশ্ন:- ১) রান্নায় বিসমিল্লাহ না বলার কারনে কি বরকত পাচ্ছি না? ২) যদি এমন হয় ওনি বৌদ্ধ হওয়া পরও কি বিসমিল্লাহ বলে শুরু করবেন যেহেতু বাদ দেওয়া অথবা আমার শিফ্ট হওয়ার সুযোগ নেই? জাজাকাল্লাহ খায়রান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। খাবারের অপচয়, বিসমিল্লাহ না বলা, কাজ না জানা বিভিন্ন কারণে কাঙ্খিত বরকত না পাওয়া যেতে পারে। কোন বৌদ্ধ মানুষের বিসমিল্লাহ বলার কোন মূল্য নেই। ঈমান থাকার পর বিসমিল্লাহ বলা বা না বলার প্রশ্ন।