আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5454

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 জানু. 2021

প্রশ্ন

কমিউনিটি সেন্টারে বিয়ে গায়েহলুদ সহ আরো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে গানবাজনা হয় এবং পর্দা ঠিকমত মেইনটেইন হয়না। আমার প্রশ্ন হল এমন অবস্থায় কমিউনিটি সেন্টারের ব্যাবসা করা জায়জ হবে কিনা?

উত্তর

যদি কমিউনিটি সেন্টারের মালিকপক্ষ পাপ বন্ধ করতে না পারেন তাহলে তাদের জন্য এই ব্যবসা করা জায়েজ হবে না। কারণ আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,(ولا تعاونوا على الإثم والعدوان) মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তো একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২।