আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5451

সাধারণ দান-সদকাহ

প্রকাশকাল: 1 জানু. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি আস সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজিত আর রাহিকুল মাকতুম বইয়ের প্রতিযোগিতায় অংশ নেই এবং বিনামূল্যে বই পাই। পরবর্তীতে বিভিন্ন কারণে আমার বইটি পড়ার সুযোগ হয়নি এবং পরীক্ষাও দেয়া সম্ভব হয়নি। এজন্য কি আমার গুনাহ হবে? আর আমি কি সওয়ারে আশা ছাড়া বইয়ের মূল্য সদকা করে দিতে পারি? জাযাকাল্লাহু খইরন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভবিষ্যতে আর এমন করবেন না। বইয়ের মূল্য সদকা করা আবশ্যক নয়। তবে দান-সদকা বেশী বেশী করবেন, এই বই কিনে আপনিও দান করতে পারেন, বই কেনার জন্যও কাউকে টাকা দিতে পারেন।