আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5358

অর্থনৈতিক

প্রকাশকাল: 30 সেপ্টে. 2020

প্রশ্ন

আমার প্রশ্ন হল মযি পরিষ্কার করার সময় পানির ফোটা পায়ের উপর পরে তাইলে কি আমি নাপাক হব?

উত্তর

পরিস্কার করা সময় পায়ের ছিটা পায়ে পড়লে পা ধুয়ে নিবেন। কারন ঐ পানির ছিটা নাপাক হওয়ার সম্ভাবনা থাকে।