আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5287

বিবিধ

প্রকাশকাল: 21 জুলাই 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম স্যার।আমার একটি প্রশ্ন আছে। আমি কোন আলেম না। সাধারন। নরমাল জব করি। ধর্মীয় বই পড়ি। যেমন বাংলা হাদিস, তাফসির এবং অন্যানো ধর্মীয় গ্রন্থ। আমি দেখি মানুষ নামাজ সহ প্রায় সব ইবাদতে কিছু ভুল করছে। আমার প্রশ্ন হল আমি যদি এদেরকে ভুলটি ধরিয়ে না দিই তাহলে কি আমার পাপ হবে?
কিন্তু আমি কোন আলেম না। আর আমি ভুল ধরিয়ে দিলে তারা তিরস্কার করতে পারে আমাকে আরও ধমক দিতে পারে এমনকি সমালোচনা ও করতে পারে। এখনকার মানুষতো আলেমদের কথা শুনে। আর আমার উচ্ছা হলেও আমি বলি না। কারন আমার মুখে দাড়ি নাই। শার্ট প্যান্ট পরা এক যুবক। সমাজেও বড় না, নিচু। দয়া করে জানাবেন। ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে বিষয়গুলো আপনার কাছে ভুল মনে হচ্ছে সেগুলো নিয়ে অভিজ্ঞ কোন আলেমের সাথে আলোচনা করবেন। যদি সেগুলো প্রকৃতপক্ষেই ভুল হয়, তাহলে সে ভুল ধরিয়ে দিতে কোন সমস্যা নেই। আদব ও প্রজ্ঞার সাথে সে ভুলগুলো ধরিয়ে দিবেন। আর দাঁড়ি রেখে দিন, ইসলাম অনুযায়ী চলুন, এতে সমাজে আপনার গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাবে এবং ইসলামের সঠিক কথাগুলো সবাইকে নিঃসঙ্কোচে বলতে পারবেন।