আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5284

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 জুলাই 2020

প্রশ্ন

যারা প্রতি মাসে বেতন থেকে টাকা জমায় তারা বছর হিসেবে যাকাতের হিসেব কিভাবে করবে । উদাহরণ স্বরূপ কারো মে মাসে এক বছর ধরে ১০০০০০ টাকা উদ্বৃত্ত আছে । জুলাই মাসে ১১০০০০, আগস্ট এ ১২০০০০ টাকা । এরকম ক্ষেত্রে কিভাবে যাকাত হিসেব করতে হবে?

উত্তর

কোন ব্যক্তি যাকাতের নেসাবের মালিক হওয়ার এক বছর পর তার কাছে যত টাকা থাকে তার যাকাত দিতে হবে, সব টাকার উপর এক বছর পার হওয়া জরুরী নয়। যেমন, রমজান মাসে কেউ নিসাবের মালিক হলো তখন তার কাছে ৫ লাখ টাকা আছে।পরের রমজান মাসে যদি তার কাছে ১০ লাখ টাকা থাকে তাহলে ১০ লাখ টাকারই যাকাত দিতে হবে। যদিও সব টাকার উপর এক বছর পার হয় নি। সুতরাং প্রতি মাসের টাকার উপর এক বছর পার হওয়া জরুরী নয়। যাকাত দেওয়ার সময় যত টাকা আছে ততো টাকার যাকাত দিতে হবে।আশা করি বুঝতে পেরেছেন। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর।