আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5268

হালাল হারাম

প্রকাশকাল: 2 জুলাই 2020

প্রশ্ন

আমার বাবা ট্রাষ্ট ব্যাংক এর পিয়ন এর চাকরি করেন। আর্থিক সমস্যার কারণে একজন ব্যক্তি তার নিজের ইচ্ছায় আমার বাবা এবং আরো অনেক জনকে আর্থিক ভাবে সহযোগিতা করছেন। আমরা ২ ভাই ২ বোন আমরা ৩ জন পড়াশোনা করি আমাদের পড়াশোনার খরচের জন্য একজন সম্মানিত ব্যক্তি মাসে ১০ হাজার টাকা করে বিকাশে দেন। এখন আমাদের আর্থিক অবস্থা ও ভাল না তাই এই টাকা দেয়া হচ্ছে আমাদের জন্য। এই টাকা নেওয়া কি জায়েজ হবে।
২য় প্রশ্ন, আমার বাবা কিছু দিন পরে বাইরে চলে যাবেন কাজ করতে। Ing sha Allah তখন আমাদের অবস্থা ভালো হয়ে যাবে। আমাদের আর্থিক অবস্থার উন্নতি হলে কি আমারা সেই ১০ হাজার টাকা নিতে পারব।

উত্তর

১। জ্বী, ঐ টাকা আপনারা নিতে পারবেন কোন সমস্যা নেই। ২। যদি ঐ টাকা যাকাত ফিতরার টাকা না হয় তাহলে আর্থিভাবে স্বচ্ছল অবস্থাতেও আপনারা সেটা নিতে পারবেন, আর যদি যাকাত ফিতরার টাকা হয় তাহলে স্বচ্ছল অবস্থায় ঐ টাকা আপনারা নিতে পারবেন না। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর।