আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5202

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 27 এপ্রিল 2020

প্রশ্ন

আমি একদিন ঘুমিয়ে ছিলাম। হটাৎ আমি বুঝতে পারলাম আমার সপ্নদোষ হয়েছে। প্রথমবারের মতো এমন ঘটনা হবার পর আমি অনেক ঘাবরিয়ে যাই ও আমার বির্জ আমার টাঙ্গানো মসারির সাথে মুছে ফেলি। তার কিছুখন পড় আমার আম্মু আমার ঘরে আসেন এবং ভূল ক্রমে তার হাতে আমার বির্জ লেগে যায়। আমি অনেক কষ্ট ও লজ্জা পাইছিলাম। তার পর আম্মু বললেন এটা কি? আমি ভয়ে বলছি এটা আমার থুথু। এখন আমার প্রশ্ন হচ্ছে আমার আম্মুর কাছে কি সত্যিটা বলে ক্ষমা চাইতে হবে?

উত্তর

না, এর জন্য আপনাকে আর কিছু করতে হবে না।