আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5105

বিবিধ

প্রকাশকাল: 21 জানু. 2020

প্রশ্ন

১. আমাদের মসজিদে ইমামের বাইরে এক বাক্তি আছে যার দাঁড়ি ছোট যেটাকে খোঁচা খোঁচা বলে, তার থেকেও অন্নের দাঁড়িও বড় আছে আবার কিরাতও বেশি ভালো, কিন্তু ঐ বাক্তি সালাতের সময়ে থাকলে আগেই সালাতের জন্য দাড়িয়ে যায় এমতাবস্থায় তার পিছনে সালাত আদায় করা যাবে কি?
২. অজুর সময়ে আজানের জবাব দেয়া যাবে কি?
৩. কোন অমুসলিমের সাথে দেখা হলে সালাম দেয়া যাবে কি? অনেক সময় হিন্দুকে আদাব বলি সম্মানের খাতিরে, এটা যাবে কিনা?

উত্তর

ইমাম নিয়োগ দেওয়ার সময় এসব বিষয় খেয়াল রাখা উচিত যে, ইমাম সাহেবের কুরআন পড়া সহীহ কি না, অন্যান্য সুন্নাহ অনুস্বরণ করে কি না? তবে তার কুরআন পড়া যদি এমন ভুল না হয়, যার কারণে অর্থের বড় ধরণের পরিবর্তন হয়ে যায়, তাহলে তার পিছনে সালাত আদায় হয়ে যাবে। ২। জ্বী, দেওয়া যাবে। ৩। না, কোন অমুসলিকে সালাম দেয়া যাবে না। অন্য কোন ভাবে সম্বোধন করতে হবে। যেমন, শুভ সকাল, শুভ রাত্রি, আদাব ইত্যাদি।