আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5101

বিবাহ-তালাক

প্রকাশকাল: 17 জানু. 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম । কোন ব্যক্তি এমন কথা বলে যে আমি যাকে বিয়ে করবো সে তিন তালাক।তাহলে কি তালাক হয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শাফেয়ী ও হাম্বলা মাজহাবের আলেমগণ বলেছেন, বিবাহের আগে কাউকে তালাক দিলে তালাক হবে না। হানাফী ও মালেকী মাজহাবের আলেমগণ বলেছেন তালাক হয়ে যাবে। আর যদি কেউ বলে, যাকে বিবাহ করবো সেই তালাক। তাহলে মালেকী মাজহাবে তালাক হবে না, হানাফী মাজহাবে তালাক হয়ে যাবে। হাদীসের আলোকে শাফেীয় ও হাম্বলী মাজহাবের মতামতটি শক্তিশালী বলে মনে হয়। তবে হানাফী মাজহাবের মতামত মেনে চলার ভিতরেই অধিক সতর্কতা। রাসূলুল্লাহ সা. বলেছেন, لَا نَذْرَ لِابْنِ آدَمَ فِيمَا لَا يَمْلِكُ, وَلَا عِتْقَ لَهُ فِيمَا لَا يَمْلِكُ, وَلَا طَلَاقَ لَهُ فِيمَا لَا يَمْلِكُ ) মানুষ যে সম্পদের মালিক নয় সেখানে তার মানত কার্যকর নয়, সে সে দাসের মালিক নয় তার ক্ষেত্রে তার আজাদ করা কার্যকর নয়, মানুষ যে মহিলার মালিক নয় তার ক্ষেত্রে তালাক কার্যকর নয়। সুনানু তিরমিযী, হাদীস নং ১১৮১ বিস্তারিত জানতে দেখুন: https://islamqa.info/ar/answers/98452/%D8%A7%D8%B0%D8%A7-%D9%82%D8%A7%D9%84-%D8%A7%D9%86-%D8%AA%D8%B2%D9%88%D8%AC%D8%AA-%D9%81%D9%84%D8%A7%D9%86%D8%A9-%D9%81%D9%87%D9%8A-%D8%B7%D8%A7%D9%84%D9%82