আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5096

নফল সালাত

প্রকাশকাল: 12 জানু. 2020

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমার দুইটি প্রশ্ন রয়েছে! ১/ সূর্যোদয়ের কতক্ষণ পর নামাজ পরা জায়েজ? অর্থাৎ সূর্যোদয়ের কতসময় পর ইশরাকের নামাজ আদায় করবো? ২/ আমি যদি কাউকে বলি- কালকে ওখানে যাবো ! কালকে ওই কাজটি করবো ! এমন সময় ইনশাআল্লাহ কি মুখেই উচ্চারণ করতে হবে? মনে মনে যদি বলি তাহলে কি হবে? আশা করি উত্তর দিবেন!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন,عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعَتَيْنِ وَعَنْ لِبْسَتَيْنِ وَعَنْ صَلاَتَيْنِ نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَعَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ وَعَنْ الاِحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ يُفْضِي بِفَرْجِهِ إِلَى السَّمَاءِ وَعَنِ الْمُنَابَذَةِ وَالْمُلاَمَسَةِ অর্থ: আবু হুরায়রা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সা. দুই সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন। ফজরের সালাতের পর যতক্ষন না সূর্য উদিত হয়…। সহীহ বুখারী, হাদীস নং ৫৮৪। অর্থাৎ সূর্য পুরোপুরি ওঠার পর সালাত আদায় করতে কোন সমস্যা নেই। সূর্য পুরোপুরি উঠতে কিছুটা সময় লাগে, সেই সময়টুকু অপেক্ষা করতে হবে। পুরোপুরি ওঠার পর ইশরাকের নামায আদায় করা যাবে। ২। মুখে বলা ভালো।