আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4968

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 সেপ্টে. 2019

প্রশ্ন

আসসালামু ওলাইকুম, আশা করি ভালো আছে। প্রায় ৯/১০ বছর থেকে একটা পারিবারিক সমস্যায় ভুগছি। আমি ক্লাস ৮ থাকা অবস্থায় আমার মা পরকীয়াতে জড়িয়ে যা। তখন থেকে আমার বাবা ও নানার পরিবার নানা ভাবে তাকে বুঝিয়ে, কখনও শাসন করে ভালো পথে নিয়ে আসার চেষ্টা কর কিন্তু এখন পর্যন্ত সে আগের মতোই আছে, বরং আরো উশৃঙ্খল হয়েছে আমার বাবা মারা যাওয়ার পর (২০১৯ তিনি মারা জান)। তার এই অপকর্ম শুরু মোবাইলে কথা বলার মাধ্যমে। মাঝরাতে প্রথমে আমি ও আমার বাবা প্রায় একই সময়ে দেখতে পাই। কিন্তু সে পরিবারের সবার সামনে পবিত্র কুরআন হাতে নিয়ে অস্বীকার কর। তারপর এভাবে চলতে থাকে তার অপকর্ম, অনেক সময় শাসন, মারধর, চাকরি থেকে বরখাস্ত করা, কোন কিছুঁই এসব থামাতে পারে নাই। যখনি বিচার-সালিশ বসানো হয় তখন বলে করবে না আর কিন্তু আবার কিছুদিন পর শুরু কর। দুইবার এক লোকের সঙ্গে পালিয়ে যায়। আমার বাবা অনেক কাহিনী করে পুলিশ দিয়ে খুঁজে বের করে থানায় নিয়ে আসে। তাকে যখন সবাই বুঝায় তোমার ২ বাচ্চা আছে, (মেয়ের কেবল ৯-১০ বছর বয়স আর আমি ইন্টার ২য় বর্ষে) তাদের মুখের দিয়ে চেয়ে হইলেও ফিরে এসো। তখন সে থানা ভর্তি এলাকার লোকজন এর সামনে বলে পশু-পাখির বাচ্চা বাপ-মা ছাড়া বড় হয় না? ওরাও ওই ভাবে হবে। এরপর প্রায় ২ সপ্তাহ জেলে ছিল, তারপর ফিরে আসে। বছরখানেক থাকার পর আবার পালায়, ৬-৭ মাস পালিয়েছে। আমি বিদেশে আসার আগে আগে আবার বাসায় আসে। বারবার ফিরে আসতে পারছে কারণ আমার বাবা চাইত না আমার বোন এক বড় হোক + ২য় বিয়ে করা লাগুক। তার বছর ২ পর আব্বু মারা জান, এখন আব্বু অসুস্থতার কারণে মারা গেছেন নাকি উনি কিছু করে মেরে ফেলছেন সেটাও আমাদের সন্দেহ । আব্বু মারা যাওয়ার পর দেশে গিয়ে ফিরে আসার সময় সে আমার হাত ধরে কান্না কাটি করে ও নিজে থেকে মাফ চায় যে যা ভুল করছে আর কখনও করবে না। আমি তাকে আর এই ব্যাপার এ আর কিছু বলি নাই এমনিতেও কখনো তার সাথে এইসব নিয়ে কথা বলতাম না। আমি বিদেশে ফিরে আসার পর থেকে আবার সেই একই কাজ। বাড়ির সকল সিদ্ধান্ত সে নেয় তার ওই সব আজেবাজে বন্ধু-বান্ধব নিয়ে। আমাকে জানানোর প্রয়োজন মনে করে না। অর্থাৎ পরিবারে আমার কোন ভূমিকা নাই। আব্বুর পেনশন, পৈতৃক জমি, এককালীন কয়েক লক্ষ টাকা তার নিজের নামে। কখনো হিসাব চাইলে গোজা মিল দিয়ে কাটায় যায়। এখন আরেক সমস্যা হচ্ছে আমার বোন বড় হয়েছে। সে যে ফ্ল্যাটে ভাড়া থাকে সেখানে পাশের কোন লোককে নাকি মাঝ রাতে আসার জন্য দরজা খুলে দিয়েছিল, আমার বোন দেখে সেটা জিজ্ঞাসা করার পর অন্য দিকে নিয়ে যায় ব্যাপার টা। তারপর মাঝ রাতে / বিভিন্ন সময় আজেবাজে লোকের সাথে কথা বলে ইমো তে ভিডিও/অডিও। ফ্ল্যাটে যেহেতু ওরা ২ জন থাকে সেহেতু এটা আমার বোন এর জন্য খুবই বিপদজনক। আমার মা আমার বোন কে হুমকি দিয়েছে যদি আমাকে বলে দেয় তাহলে আমার বোনের খবর আছে। আমার বোন হয়ত আরো কিছু জানে বলতে চায় কিন্তু পারে না। আমি দেশের বাইরে থাকি তাই সেখানে থেকে চোখে চোখে রাখা সম্ভব না। আমার বোনকে আলাদা কোথাও রেখে পরে আমার এখানে নিয়ে আসবো। তার সেইসব ন্যাক্কারজনক কাজ আর সহ্য করার মতো না। এতো ছাড় দেয়া ভালো হওয়ার সুযোগ দেয়ার পরও সেইসব করলে কিভাবে মানব, সন্তান হয়ে এইসব কষ্ট আমি আপনাকে বুঝাইতে পারব না। আমি বাবার পেনশন, জমি, টাকা এইগুলার ভাগ বুঝায় দিয়ে, মায়ের সাথে সব কিছু বন্ধ অর্থাৎ যোগাযোগ, দেখা শুনা সব বন্ধ করে দিতে চাই। তাতেকি আমার খুব গুনাহ হবে, নামাজ কালাম কবুল হবে না?
নাকি সব মেনে নিয়ে সব দেখে যাবো? সে এইসব ছাড়বে না কখনো। আমার নানা, নানী, মামা, খালা প্রচুর চেষ্টা করেছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্নের বিবরণ থেকে স্পষ্ট যে, আপনি, আপনার বোন এবং পরিবারের অন্যান্য লোকেরা আপনার মায়ের আচরণে চরম বিব্রত। আপনি আপনার বোনকে দ্রুত একটি নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করুন। আপনার নানা বাড়ি, খালা বাড়ি, দাদা বাড়ি বা যে কোন একটি নিরপাদ স্থান বেঁছে নিন। এরপর আপনার এবং আপনার বোনের পবিত্র থাকার স্বার্থে আপনার মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিন। তবে সে যদি কোন সময় অসহায় হয়ে যায়, প্রকৃতপক্ষেই আর্থিক বা শারীরিক এমন কোন সমস্যা পড়ে, যে সময় আপনাদের সাহায্য তার প্রয়োজন, তখন আপনারা তার প্রয়োজনীয় সহযোগিতা করবেন, কারণ সে আপনাদের মা। সে পাপ করলেও আপনারা কখনো তার সাথে কোন খারাপ আচরণ করবেন না, তবে তার পাপ থেকে আপনাদের মুক্ত থাকার স্বার্থে তার থেকে দূরত্ব বজায় রাখবেন। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনাদেরকে এই বিপদ থেকে নিরাপদে রাখুন। আপনাদের মানসিক শান্তি প্রদান করুন, শারীরিকভাবে সুস্থ রাখুন, আর্থিকভাবে সাবলম্বি করুন। যে কোন প্রয়োজনে 01734717299 এই নাম্বারে যে কোন দিন এশার পর যোগাযোগ করবেন।