আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4962

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 31 আগস্ট 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন শায়খ
আমার প্রশ্ন
১/আমরা জানি পুরুষের পর্দা নাভি থেকে টাকনু পর্যন্ত এখন বর্তমানে আমারা ছেলেরা যে জিন্সের প্যান্ট পরি তা নাভির নিচে হয়,এগুলো বানানো হয় এভাবে করে,এখন আমি যদি ঐ নাভির নিচে প্যান্ট পরে ওপরে গেঞ্জি বা শার্ট পরে নামাজ পরি তা হলে কি নামায হবে,না হলে কি করতে পারি এটার জন্য
২/ইসলাম সম্পর্কিত ও রাসুলের সুন্নাহ শেখার জন্য ইসলামী কোন ভালো বই সাজেস্ট করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালম। জ্বী, নামায হয়ে যাবে। মূল বিষয় হলো নাভি থেকে টাকনু পর্যন্ত ঢাকতে হবে। যে কোনভাবে ঢাকলেই নামায হয়ে যাবে। ২। ইসলাম সম্পর্কিত ও রাসুলের সুন্নাহ শেখার জন্য আপনি কুরআনের ও হাদীসের অনুবাদ, ব্যাখ্যা পড়বেন। পাশাপাশি শায়েখ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত বইগুলো সংগ্রহ করে পড়বেন