আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4944

বিবিধ

প্রকাশকাল: 13 আগস্ট 2019

প্রশ্ন

বছরের প্রথম দিনটিকে বিশেষ দিন মনে করা, শুভ নববর্ষ শুভেচ্ছা জানানো, নববর্ষ উপলক্ষে কোন ভাল কাজ শুরু করা ইত্যাদি কি জায়েজ/সুন্নাহ?

উত্তর

জায়েজও না, সুন্নাহও না। এগুলো কুসংস্কার। বছরের প্রথম দিন শুভ বিশ্বাস করা এক ধরণের শিরক। সুতরাং এগুলো বাদ দেওয়া আবশ্যক। ভালো কাজ যে কোন দিন, যে কোন সময় করা যাবে।