আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4920

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 জুলাই 2019

প্রশ্ন

বাচ্চারা প্রস্রাব করলে ওদের গা ভিজে যায়। ৬মাস এর ছোট বাচ্চা বার বার ধোয়া যাবে না। এখন টিস্যু পেপার দিয়ে মুছলে পবিত্র হবে?মোছার পর বাচ্চাকে ভিজা হাতে ধরলে হাত নাপাক হবে কি?

উত্তর

জ্বী, এখন ভিজা এক ধরণের টিস্যু পাওয়া যায়, সেই ভিজা টিস্য দিয়ে মুছলে ভিজা হাত দ্বারা ধরলেও নাপাক হবে না। তবে শুকনা কিছু দিয়ে মুছলে ভিজা হাত লাগলে নাপাক হয়ে যাবে।