আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4917

বিবাহ-তালাক

প্রকাশকাল: 17 জুলাই 2019

প্রশ্ন

আস্স্লামু আলাইকুম। এক প্রবাসীর স্ত্রী অন্য পুরুষের সাথে প্রেম করে, তার স্বামীকে উকিলের মাধ্যমে তালাক দেয়, এবং তারা কোর্ট ম্যারেজ করে। প্রবাসী স্বামীর ঘরে তাদের এক সন্তান ওছিলো। এসব ঘটনার দুই মাস পর মহিলা কান্নাকাটি করে, সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়। কোর্ট ম্যারেজ করা ঐ লোক কে আবার তালাকদেয়। এবং প্রবাসী স্বামীর সংসারে ফিরে আসে। এমতাবস্থায় ঐপ্রবাসী স্বামী তথা সন্তানের বাবার সাথে দৈহিক সম্পর্কে বা সংসার করার ক্ষেত্রে ইসলামের দৃষ্ট থেকে কোন বাধা-নিষেধ আছে কি? অথবা তারা কিভাবে সংসার শুরু করতে পারে? জানালে উপকৃত হবো।

উত্তর

প্রথম কাজ হলো ঐ প্রবাসী লোক চিরদিনের জন্য দেশে চলে আসবে, আর কোন দিন বিদেশে যাবে না। বিদেশে গেলে তার এই স্ত্রী এক কাজ করতেই থাকবে, তার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা চলতেই থাকবে। দ্বিতীয় কাজ হলো দ্বিতীয় স্বামীর থেকে যথাযথ প্রক্রিয়ায় তালাক গ্রহন করে ৩ মাসিক পরিমাণ সময় ইদ্দত পালন করে আগের স্বামীর সাথে বিবাহ বসবে। মহিলা যেভাবে স্বামীদের তালাক দিয়ে বেড়াচ্ছে তাতে আদৌ ইসলামী প্রক্রিয়ায় তালাক হচ্ছে কিনা সন্দেহ আছে। বিস্তারিত জানতে স্থানীয় কোন বিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ করবেন। অথবা ফোন করবেন এই নাম্বারে 01762629405 যে কোন দিন এশার পর।