আস্স্লামু আলাইকুম। এক প্রবাসীর স্ত্রী অন্য পুরুষের সাথে প্রেম করে, তার স্বামীকে উকিলের মাধ্যমে তালাক দেয়, এবং তারা কোর্ট ম্যারেজ করে। প্রবাসী স্বামীর ঘরে তাদের এক সন্তান ওছিলো। এসব ঘটনার দুই মাস পর মহিলা কান্নাকাটি করে, সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়। কোর্ট ম্যারেজ করা ঐ লোক কে আবার তালাকদেয়। এবং প্রবাসী স্বামীর সংসারে ফিরে আসে। এমতাবস্থায় ঐপ্রবাসী স্বামী তথা সন্তানের বাবার সাথে দৈহিক সম্পর্কে বা সংসার করার ক্ষেত্রে ইসলামের দৃষ্ট থেকে কোন বাধা-নিষেধ আছে কি? অথবা তারা কিভাবে সংসার শুরু করতে পারে? জানালে উপকৃত হবো।