আসসালামুয়ালাইকুম, নামাজের সময় সূরা ফাতেহা পর অন্য যেকোন সূরা পড়তে হয়; প্র্রশ্ন হচ্ছে প্রথম রাকাতে যে সূরা পড়ব পরের রাকাতে সূরা কি ক্রম অনুযায়ী পড়তে হবে? কুরআনের ক্রম অনুযায়ী না পড়লে কি গুনাহ হবে অথবা নামাজ হবে না। যেমন: প্রথম রাকাতে সূরা নাস পড়া পর, পরের রাকাতে যদি সূরা ফিল পড়া হয় সেক্ষেত্রে গুনা হবে কি না?